কবিতায় মহুয়া

উপান্তে বসন্ত
পায়ের তলায় শুকনো পাতা মাড়িয়ে হেঁটে যাচ্ছে অস্তগামী সূর্য
নৌকো মাঝি দাঁড়ি পাল্লা আশ্রয় করেছে সবুজ
গর্ভবতী আম,কাঠবাদাম ,লেবু ফুল ঝরা পাতায় ছড়িয়ে দিয়েছে এক অলৌকিক গন্ধ ।
অরণ্যের আধো অন্ধকার হাতছানি দেয় সফরসঙ্গী হবার ,
অমনি নব কিশলয়ে বেজে ওঠে হাসির জলতরঙ্গ ।
ইছামতির পাড়ে একঢাল চুল ছড়িয়ে রাতজাগা আড়মোড়া ভাঙছে নীলকুঠির নাচনেওয়ালি জ্যোৎস্না বাই ।
এক বসন্তের সফরে লাল নীল মাছেদের আবেগ নিয়ে খেলছিল সেই শান্ত শিকারি মাছরাঙা,
সবুজ বাঁশবনের মাথায় দুলছিল বিগতযৌবনা ক্ষয়াটে চাঁদ ,
পাতাঝরার বিদায়বেলায় আকাশ তার নীলখামে যখন হোলির আমন্ত্রণ জানায় —
ঠিক তখনই লৌকিক জীবনের অলৌকিক ইচ্ছেগুলো পারলৌকিক হবার পথ আটকে ধরে ।
সন্ধ্যা নেমে আসলেও বসন্ত আলিঙ্গন করে অভিসম্পাত নিতে নিতে ,
ক্ষতবিক্ষত মনের শরীর ঢেকে যায় রঙিন গুলালে —-
অরণ্যের আবছায়ায় বাঁশি বাজিয়ে অলক্ষ্য পদচারণে হেঁটে যায় যুগাবতার।।