প্রবাসী ছন্দে লীনা সুলতানা (বাংলাদেশ)

বুনো প্রজাপতি
একান্ত নিজস্ব একখন্ড সময়ের হাতছানি-
কালের ঊর্মি মেলায় ভাসি আর ডুবি
ভোরের না ফোটা আলোর ছোঁয়ায়
শুরু হয় যাপিত বুনন
ভয় শুধু-
না জানি একটু বেহিসেবী চালে
আলগা হয়ে যায় সম্পর্কের আগল।
ছেলেবেলার কাছে রেখে এসেছি আমার নক্সিকাঁথা
কত কাল তাতে পরেনি কোনো রঙিন সূতার ফোঁড়
কর্তব্যের কাঁটা টিকটক করে জানান দেয়,
সময়ের হাতে রয়েছো তুমি বাঁধা
বৃত্তের পরিধি দ্বায়ের ব্যপ্তি বাড়ায়।
হারিয়ে ফেলেছি কখন যে
শৈশবের স্বপ্ন তোরঙ্গের চাবি
আজ তাতে শুধু স্নেহের পরশ মাখি।
বুকের কুটিরে লুকোনো দীর্ঘশ্বাসে
আর চোখের কোনে একটু স্বপ্নের আশে
বন্দিনী আজ আমি, আমার নিজ কারাগারে।
মাঝে মাঝে রাতের আকাশে ফিরে আসে ছেলেবেলা
আঁচলের গিঁটে বেঁধে রাখা, সে কেবলই মিছে আশা।
ভাবি, একদিন ঠিক পালিয়ে যাবো
কেটে এই মায়ার বুনন,
ভেঙ্গে দিবো যত্নে সাজিয়ে রাখা স্বপ্নতোরঙ।
উড়িয়ে দিয়ে সব রঙবেরঙের অলীক ফানুশ
আমি হবো এক বুনো প্রজাপতি।