মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৯
বিষয় – নারী
অনন্ত শক্তির প্রতীক আমি
আমি নারী অনন্ত শক্তির প্রতীক,
আমার উদ্দীপনায় উদ্দীপ্ত হও প্রাণে।
আমারই মাটিতে বীজ বপন করো
সৃষ্টি করি তোমায় গর্ভধারণে।
সেই তুমি আমারি মুণ্ডুপাতে খড়গহস্ত
আমারি শক্তিতে শক্তিমান হয়ে করো লাঞ্ছিত,
আগুনে পোড়াও ফাঁসিতে ঝোলাও
নরপিচাশ হয়ে ধর্ষণে হও উল্লসিত।
তোমার কামনাকে জানাই ধিক্কার
কত নীচ ভীরু কাপুরুষ তুমি,
দৈহিক দুর্বলতাকে করো সুযোগের হাতিয়ার
তোমারি অপমানে জর্জরিত নারীত্বের ভূমি।
স্বপক্ষ সমর্থনের ঘুড়ি ওড়াও উঁচুতে
মনে রেখো সুতোর লাটাই আমারই হাতে,
আমি জন্ম দিতে পারি যেমন জননী হয়ে,
পুতনা বধ করতে পারি তেমনি হাতে।
অসীম শক্তিধারিণী আমি কালীকা
মুণ্ডমালা পরতে পারি গলে,
দশভূজা দুর্গা হতে পারি কখনো
মহিষাসুর বধ করতে পারি ত্রিশূলে।
আত্মবিসর্জনে হতে পারি পতি নিন্দায় কভু সতী
আত্ম সম্মান রক্ষায় হতে পারি পদ্মিনী,
মৃত স্বামীর প্রাণ ফেরাতে আমি সাবিত্রী
হতে পারি কভু প্রয়োজনে কাত্যায়নী।
অনেক হয়েছে দূঃশাসন !
বস্ত্রহরণে আর রাজি নয় দ্রৌপদী রাণী,
বারবার অগ্নিপরীক্ষা আর দেবে না সীতা
এবার হতে আমি হবো কুমুদিনী।
সামন্ততন্ত্রের সময় এখন অতীতে বিলীন
বিশ্বায়নে আমি নারী সাহসিকা,
ধর্ষণ করে ধর্ষিতা করেছো আমায়
পাপীর দমনে আজ আমি অগ্নি শিখা।
এ লজ্জা ভয় কান্না আর নয়
দুচোখে প্রতিশোধের অনল আমার,
চৈত্রের চিতাভষ্মে ওড়াবো দাম্ভিকতা যত
সমান সমান পায়ে চলার চাই অধিকার।
নারী আমি ছোট কিম্বা বড় কভু নয়
‘প্রভু তুমি ভৃত্য আমি’ এই অবিচার,
পরিপূরণী শক্তি নিয়ে দাঁড়াও এবার
শ্রদ্ধা সম্মানে দাও প্রাপ্য অধিকার।