মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার     

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫৭
বিষয় – কৃষ্ণপ্রেম / অপূর্ণ ভালোবাসা / মায়ার বাঁধন

কৃষ্ণ পাগলিনী রাই

কৃষ্ণপ্রেমে পাগলিনী রাই শুনে কৃষ্ণনাম
নির্জনে একাকী থাকে শুধু কৃষ্ণ ধ্যানে,
কৃষ্ণ ছাড়া কোনো কথা শোনে না কানে
উদাসভাবে চেয়ে থাকে আকাশ পানে।
আত্মবিভোরা রাধা আকুল কৃষ্ণ প্রেমে
অবশ দেহমন অচঞ্চল আঁখিতারা,
যোগিনী বেশে থাকে এলোকেশে
আপনার মনে আজ আপনি হারা।
কৃষ্ণার্পিত ব্যাকুল রাধার হৃদয়ে অস্থিরতা
ঘরের বাইরে যায় আসে দণ্ডে শতবার,
বংশীধ্বনি শুনে উচাটনে নিঃশ্বাস ফেলে
ঘন ঘন কদম গাছে চায় বারবার।
কৃষ্ণ প্রেমের জ্বালায় রাধার মন পোড়ে
বোঝাতে পারে না কারেও এই জ্বালা,
উতল প্রাণে কৃষ্ণের কথা বলে সখীগণে
কোথায় গেলে পাবে তার প্রাণপ্রিয় কালা?
চকিতে কৃষ্ণ দর্শনে রাধার বাড়ে প্রেমাকুতি
কৃষ্ণ‌ই তার জীবনের সর্বসাধ্য সার,
হাতের দর্পণ মাথার ফুল চোখের কাজল
জল ছাড়া মীন যেমন তেমনি কৃষ্ণ‌ও রাধার।
বিনোদিনী রায় ছটফট করে কৃষ্ণের তরে
গৃহের কোনো কাজে লাগে না তার মন,
শাশুড়ি ননদিনী কুকথায় করে ভর্ৎসনা
অপমান সয়ে গুমরে মরে সারাক্ষণ।
সংসার সংস্কাররের ভ্রুকুটি উপেক্ষা করে
একাকিনী রাধা চলে কৃষ্ণপ্রেম অভিসারে,
বর্ষার কর্দমাক্ত পিছল পথের বন্ধুরতা পেড়িয়ে
মিলন পিয়াসী রাধা চলে আবেগ ভরে।
কৃষ্ণ মিলনেও সাধ মিটে না রাধার
অতৃপ্ত অন্তরে অকারণ বিচ্ছেদ বীণ বাজে,
কংস নিধনে কৃষ্ণ গেলে মথুরাপুরে
নিদারুণ বিরহ জ্বালায় হাহাকার রাজে।
বিরহিনী রাধার অন্তরে আর্তি কৃষ্ণ বিরহে
অনুক্ষণ কৃষ্ণ ভাবে ভাবিত রাধার মন,
বিভোরা রাধার ভাবেই ঘটে কৃষ্ণ দরশন
কৃষ্ণময়ী রাধার কাছে সার্থক জীবন যৌবন।
আত্মবিচ্ছিন্না রাধা সর্বাংশে কৃষ্ণ সমর্পিতপ্রাণা
শ্রীকৃষ্ণে দেহমন কুল-শীল সর্বস্ব দানে,
কৃষ্ণই তার গতি জীবনের পরিণতি প্রীতি
জনমে মরণে কৃষ্ণ‌প্রেম‌ই কামনা প্রাণে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।