T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় কবিরুল (রঞ্জিত মল্লিক )

জীবণ সমীকরণ
এক এক করে অনেক কটা বছর –
বছর গুলো জীবন থেকে চলে গেছে
গেছে চলে আমার হৃদয় স্টেশন ছেড়ে
ছেড়ে যাওয়া সোনালী সে দিন,
দিন গুলো আর হয়ত ফিরবে না ;
না পাওয়ার তীব্র আক্ষেপ যন্ত্রণা –
যন্ত্রণা বুকে হাতড়াতে হবে স্মৃতির ক্যানভাস
ক্যানভাসে আজও তোমার জমাট অভিব্যক্তি
অভিব্যক্তির নিপুণ তুলিতে তুমি আছ বেঁচে
বেঁচে আছ কবিতার সাদা কালো ছন্দ শব্দে
শব্দ ছন্দের নীল সাদা খাম ওঠে জেগে
জেগে ওঠা ভোর জীবন সমীকরণ গড়ে শূন্যের বুকে এক।