কবিতায় কুণাল রায়

পরিভাষার পরিবর্তন
জানি এক গভীর প্রতীক্ষায় ছিলে তুমি,
অশ্রুসিক্ত নয়নে বাতায়নের পাশে,
এক রাশ উৎকন্ঠা দুই নয়নে,
পাছে যদি দেখা না হয় –
বলা না হয় মনের ইচ্ছা অনিচ্ছার কাহিনী!
আমন্ত্রণ ছিল এক গোধূলি বেলায়,
তোমার আলয়ে –
আসি এক পেয়ালা চা খেতে
তোমার হাতে!
পাশাপাশি দুজনে বসে,
একে অপরের হাতে হাত রেখে।
কিন্তু মনে আছে আজও,
যেতে পারিনি তোমার কাছে,
অপরাধ করে থাকি যদি,
ক্ষমা করে দিও মোরে।
যদি কখনো যেতে পারি
তোমার ওখানে –
যা কিছু ছিল কথা সেদিন –
বলব সবই এই হৃদয় উজাড় করে!!
সময়ের সাথে বিবর্তিত আজ –
প্রেমের পরিভাষা,
একাল ও সেকাল!
বিকেলের চা টা আর খাওয়া হয়নি একসাথে –
সন্ধ্যা অবধি ছিলাম আটকে,
এক অবাঞ্ছিত মিটিংএ!
জানি অভিমান হয়েছে –
তাই বলছি তোমায়,
যে ছেলে যাবে চিঠি দিতে,
দিও তাকে কিছু টাকা
দুপাঁচ কিংবা একশো!
পকেট যে আজ গড়ের মাঠ –
জানত তুমি –
ভেব না অজুহাত,
আসব আরেকদিন চা খেতে –
হবে আড্ডা –
আরো কত কি!!