২৪শে জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে কুণাল রায়ের প্রয়াস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
উত্তম
নামটি রেখেছিলেন দাদু,
পরিবারের পছন্দ হয়েনি সেদিন,
তবে কুলগুরু করেছিলেন,
এক ভবিষ্যৎবাণী,
এই ছেলেই হবে মধ্যগগনের সূর্য একদিন!
মিলেছিল সেই কথা অক্ষরে অক্ষরে।
পোর্ট ট্রাস্টের কেরানির ছেড়ে দিয়ে পদ,
দিলেন যোগ ফিল্ম জগতে!
তবে নিয়তির ছিল ভিন্ন বাসনা,
একের পর এক ফ্লপ হতে,
নাম হয়েছিল ফ্লপ মাস্টার!
তবে থামেননি তিনি,
সাফল্য আসে মহানায়িকার হাত ধরেই,
নাম তাঁর সুচিত্রা সেন।
একের পর এক হিট ছবি দিয়ে,
হয়ে ওঠেন মহানায়ক,
বিশ্বনায়ক!
ভালোবাসতেন বই পড়তে,
শিখেছিলেন অভিনয়,
নায়ক ছবির হাত ধরেই পূর্ণ হয় তাঁর,
শীর্ষে পৌঁছনোর অভিলাষ!
আজ তিনি বহুদূরে,
তেপান্তরের মাঠ পেরিয়ে এক অচিন দেশে,
তবুও রয়ে গেছে তাঁর পদচিহ্ন,
অনুপ্রেরণার প্রথম কিরণ রূপে,
তাঁর স্থান আজও অমলিন,
তিনি আজও মহানায়ক,
আদরেন উত্তম বাঙালির ঘরে ঘরে!!