এই হৃদয় বপন করল এক বীজ,
বিরল ইচ্ছের বা আকাঙ্ক্ষার,
নিস্তব্ধ চরণে পৌঁছাল শিখরে,
উল্লাস অদম্য,
স্পৃহা অফুরন্ত!
দৃষ্টি পড়ল নীচে,
ক্ষুদ্র অগণিত মানুষের কায়া!
মাথার ওপর এক বিস্মৃত আকাশ,
নীচে ক্ষুদ্র ছায়া!
জন্ম নিল এক দর্প,
ঈশ্বর চেতনার জায়গায়,
আপনকে ঈশ্বর রূপে বিবেচিত করল সে!
গ্রাস করল তার চিত্তকে,
এক মিথ্যে অনুভূতি,
এক অলীক কল্পনা!!