T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় কুণাল রায়

ছিন্নপত্র
প্রেমের এক অপূর্ব নিদর্শন,
কচ আর দেবযানীর কাহিনী,
দেবতাদের নির্দেশে,
নেমে এলে তুমি ,
অসুর গুরুর কাছে!
মহাসঞ্জীবনী প্রাপ্তির কামনায়,
এক মহান উদ্দেশ্য তোমার,
বৃহস্পতি পুত্র!
কিন্তু প্রকৃত শিক্ষার মাঝে,
প্রণয় শৃঙ্খলে আবদ্ধ হলে,
দেবযানীর সাথে,
গুরুকন্যা আশ্রয় করল,
তোমার প্রেমকে!
অতিবাহিত মুহূর্তের সাথে,
পরিবর্তিত হল সম্পর্কের রসায়ন!
বারংবার গুরু তোমাকে,
জীবন দান করলেও,
অস্বীকার করলে-
তোমার প্রিয়তমাকে!
অশ্রুসিক্ত নয়নে অভিশপ্ত হলে তুমি,
তোমারও অভিশাপে সিক্ত হল ঋষিকন্যা,
ফিরে গেলে স্বর্গরাজ্যে,
দেবযানী একাকী মর্তে,
এক ছিন্নপত্রের সম!
প্রেম বেদনাদায়ক,
অনুধাবন করল-
এই বিশ্ববাসী,
অমৃত কলসে,
হলাহলের উপস্থিতি,
জানায় অনিত্য সব,
নিত্য কেবল পরমেশ্বর!!