নারী দিবস স্পেশালে লিখেছেন কুণাল রায়

দিবস পোহাইল,
নামিল রজনী,
তুলসী প্রাঙ্গণে,
জ্বলিল বাতি,
তবুও –
উদ্ভাসিত হয় নাই,
তোমারই মুখখানি,
সৃজনের উদাহরণ রূপে,
রহিয়া গেলে চিরতরে,
লড়াই তবুও অব্যাহত।
হে –
বিধাতা পুরুষ,
আজ তোমারই অর্চনায়ে
রত সেই নারী,
ষোলোশো উপাচারে
কীর্তন তোমার অপার মহিমার।
চারিদিকে মহামন্ত্রে
উদ্ভাসিত এই আকাশ বাতাস!
প্রদীপের নিমতেজ
তোমার স্নিগ্ধ বিভূতি
আলোকিত করে এই কায়া।
উন্মেলিত কর,
আপন মুদিত নয়ন,
শক্তি যে আজ বড়ই সংকটে,
নাহি আশ্রয়,
নাহি সম্মান,
নাহি প্রেম,
নাহি অভিমান!