কবিতায় কুণাল রায়

রাজকন্যা
রাজার মেয়ে রাজকন্যা,
একাকী নিস্তব্ধে,
কাটায় সে দিন!
দাসদাসীর মাঝে,
কাটে তাঁর,
বিলাসবহুল জীবন,
চারদেয়ালের মাঝে,
রাজার প্রাসাদে!
রাজকন্যার ইচ্ছে,
প্রাসাদের শৃঙ্খল ভেঙে,
ডানা মেলে উড়ে যেতে,
এক অচিন পাখির মত,
সাত সমুদ্র-
তেপান্তরের মাঠ পেরিয়ে,
সাধের রাজকুমারের কাছে!
এক অলীক স্বপ্ন,
তবুও মন মানে না তাঁর!
রাজকন্যার বিয়ে,
এসেছে অনেকে,
সিঁদুর দান করতে,
মর্যাদা দিতে!
আসবে কি তাঁর স্বপ্নের রাজকুমার?
পক্ষীরাজ ঘোড়ায় চেপে,
ভালোবাসার ডালি সাজিয়ে-
আলিঙ্গনের উষ্ণতা প্রদান করে!
না থেকে যাবে সে বন্দি,
সেই শ্বেত প্রাসাদে-
চিরকাল,
চিরতরে!!