|| সেই অভিশপ্ত দিবস || লিখেছেন কুণাল রায়

সেই অভিশপ্ত দিবস

করালবদনা যুদ্ধ তার শীর্ষে,

ধ্বংস হচ্ছে মানুষ,
ধ্বংস হচ্ছে মানবিকতা,
এক বিরল দৃশ্য,
স্তম্ভিত এই বিশ্ব,
অসহায় এই জীবন,
অসহায় এই অস্তিত্ব!
প্রকাশ্য দিবালোক,
স্বচ্ছ আকাশ,
নির্মল বাতাবরণ,
তবুও –
নেমে এল অভিশাপ,
আকাশে বিমান দুটি
নিক্ষেপ করল বোমা
পারমাণবিক!
পারদ ঊর্ধে,
উত্তপ্ত চারিপাশ,
এক পরম সংকট
উপস্হিত
মানবকুলের মাঝে!
ছুটছে মানুষ,
বিদীর্ণ কায়া,
জীর্ণ বস্ত্র,
গলে পড়ছে দেহ,
উন্মুক্ত কঙ্কাল,
অস্থিচর্ম
রূপ নিয়েছে বিভীষিকার!
ছোট্ট হিরোশিমায়
এক প্রলয় নাচন
পরাভূত করে
নটরাজের প্রলয় বিভূতি!
কেটে গেছে বহু রজনী,
কেটে গেছে শতাব্দী,
ক্ষত রয়ে গেছে তবু –
দগ্ধ এই কায়া,
দগ্ধ এই চেতনা।
অনুতপ্ত এই ধরা,
নিশ্চুপ পরমাত্মা!
আজ সেই দিবস,
ফিরে এসেছে আবার,
স্মৃতিতে ভাসমান সেই মুহূর্ত,
চোখের কোণে অশ্রুবিন্দু!
ধ্বংসের পশ্চাতে,
বিকশিত হয়ে সৃষ্টি,
কিন্তু অধরা মাধুরী সম,
সেই ক্ষণ আজও!!
Spread the love

You may also like...

error: Content is protected !!