আবোল তাবোল-এর স্রষ্টা-
সুকুমার রায়ের যোগ্য পুত্র রূপে,
নেমে এলে তুমি,
আমাদের মাঝে,
ছোটদের মাঝে,
তোমার ছোট্ট বন্ধুদের স্বার্থে,
কল্পনা নিল এক নতুন মোড়!
তোমার নির্দেশনায় সৃষ্টি হল,
গুপী বাঘা, হীরক রাজার দেশে,
ভূতের রাজার তিন বর,
মগজ ধোলাইর রুপকথা,
অনুপ্রাণিত করল শিশু মন!
সোনার কেল্লা টেনে নিল ছোটদের মন,
পাড়ি দিল তারা রিক্ত মরুভূমিতে!
ফিরে পেল তারা পূর্বের হারানো শৈশব!
নতুন করে বুনলো তারা নিজেদের জগৎ!
স্বাদ বদলের পালায়,
নিয়ে এলে তুমি ফেলুদাকে,
রহস্য, রোমাঞ্চ,
টানটান উত্তেজনায়ে,
ভরিয়ে দিলে ছোট্ট মন,
কল্পনার ডানার ওপর ভর করে,
হতে চায়ে কেউ ডিটেক্টিভ,
কেউ বা গুপী,
কেউ বা ম্যাজিশিয়ান!