কবিতায় কাকলী পাল

প্রতিবিম্ব
ব্যর্থতা পুড়ছে,
পুড়ছে সত্ত্বা…
ব্যর্থ মানব তবুও খুঁজে যায়
বহমান নীরবতা।
স্মৃতি গুলো পুড়ছে…
জীবন্ত জীবাশ্ম হয়ে চেয়ে চেয়ে দেখছি,
সভ্যতার জ্বলন্ত দলিল ,
ভস্মীভূত ছাঁইচাপা আগুনে;
শবের কটূ গন্ধে বাতাস ভারী হয়।
জ্যোৎস্নার শাল মুড়ে ঝুপ করে নামে বিবর্ণ সাঁঝ,
মাটির দাওয়ায় প্রাচীনা ঠানদিদি…
আকালের গল্প শোনায়,
মন্বন্তরে উজাড় হয়ে যাওয়া গ্রামীন স্মৃতি,
হাতড়ে হাতড়ে খুঁজে যায় লোলচর্মসার বয়ঃবৃদ্ধা!
প্রাচীন স্মৃতির নক্সা বুনে যায় নকশিকাঁথার আলপনায়।
স্মৃতির গুঁড়ো মেঘে দু’চোখে নামে অতৃপ্ত জীবনালেখ্য,
ভাঙা আয়নায় অর্ধ বিকৃত মুখাবয়ব,
হন্যে হয়ে খোঁজে ফেলে আসা মন খারাপের রসদ।
স্মৃতি গাছ বুড়ো হয়…
নটে গাছটিও মুড়িয়ে যায়,
শরীর জুড়ে বৃষ্টিপাতে,
নিসঙ্গ পাহাড়ও নিঃস্ব হয়।
চোখের অরণ্যে উদ্বাস্তু মেঘেরাও বুকের ক্ষতে মলম লাগায়।