আমার একটা ড্রাম আছে, খুব ছেলেবেলার ড্রাম
বাজানো শিখেছিলাম আফ্রিকার এক বন্ধুর কাছে
ভুল বললাম, সে ছিল আফ্রিকান-আমেরিকান
সে ছিল খুবই বিষণ্ণ ছেলে, মাঝেমাঝেই বলতো
জানিস তো আমাদের বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ
হয়ে যাবে শিগগির, বড়োদের ব্যাপারে ছোটোদের
নাক গলাতে নেই, তবু একদিন ওদের বাড়িতে ওর
বাবা-মাকে বললাম, জানেন না বিচ্ছেদের কথা
শুনলে স্বয়ং ঈশ্বরও ভীষণ দুঃখিত হন, আর
আমরা তো সামান্য বাচ্চা ছেলে, আপনারা জানেন না
আপনাদের একত্রিত দেখলে আমরা কতখানি
সুস্থির বোধ করি, জীবনকে ভালোবাসতে পারি
দোহাই আপনাদের, সহস্র কষ্ট সহ্য করেও আপনারা
ভালোবাসতে শিখুন, আপনারা মানুষ হোন, মানুষ হোন।