হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দেওয়ালের ছবিটার দিকে তাকাও
সমস্ত সাদার মাঝে একফোঁটা নীল, যেন কী ভীষণ
জীবন্ত, বুঝতে পারছো কী আশ্চর্য এক জীবন
নড়েচড়ে উঠছে তার ভিতর, যেন-বা ভ্রূণ থেকে
ধীরে ধীরে সেই নীল বেড়ে উঠে ধারণ করবে
নিজস্ব অবয়ব, তোমার দিকে হাত বাড়িয়ে দেবে
সে-হাত না-ধরে কি আর উপায় আছে কোনো?
পৃথিবীর ঠিক এই প্রান্তটাতে যারা বসে হালকা কথার
সুতোয় বোনা বিচিত্র সব কারিকুরি ছুড়ে দিচ্ছিল
শূন্যে, সেগুলো ভাসছিল অপরূপ কিছু দৃশ্যসমবায়ের
মতো, আর, বসে থাকা মানুষজনেরা একবার চলে
যাচ্ছিল অতীতে, তারপরেই ভবিষ্যতে, যেন-বা
বর্তমানে অবস্থান করবার কোনো ইচ্ছেই তাদের নেই
বর্তমানটা হচ্ছে সংগমরত নারী-পুরুষের মতো অমলিন।