কবিতায় কাকলী মুখার্জী

বাঁচিয়ে রাখি মনটাকে
এভাবেও বেঁচে থাকা যায়
অক্ষরের পর অক্ষর সাজিয়ে,
শব্দ বাক্যে স্নেহটাকে বেঁধে,
প্রকাশের অন্তরালে অস্ফুট কান্নায়!
সিক্ত করি শুধু!
এভাবেও বেঁচে থাকা যায়
সুর তাল ছন্দে মনটাকে ডুবিয়ে,
বেহাগ কিংবা মেঘমল্লারে লালিত,
দাদরা নয়তো কাহারবার বোলে!
অবগাহন করি শুধু!
এভাবেও বেঁচে থাকা যায়
আকাশের গায়ে মেঘের মিনার গড়ে,
সফেন সমুদ্রের ঢেউ গুনে,
পাহাড় চূড়ার মন্ত্রমুগ্ধ মৌনতা দেখে!
পবিত্র করি শুধু!