কবিতায় কাকলী মুখার্জী

নীরবে
আরাম চেয়ারে এলানো শরীর,
বা হয়তো এলিয়ে দিয়ে মন,
স্মৃতির সরণী ধরে ছুটে যাই
কাছ থেকে দূরে!
কিছু মুহূর্ত সত্যিই বড়ো দামি,
আবার কিছু,
বড়ো দামি ভেবে ফেলেছিলাম আমি!
আসলে তার সে সম্মান পাবার ছিল না,
তবু একলা ঘরে একা মন,
করে উচাটন অনুভবের ভারে!
আবেগ অনুভূতি উপলব্ধি শব্দগুলো
কেন যে এলো অভিধানে!
কি ক্ষতি ছিল না থাকলে?
আজকাল এসবের দাম নেই কোনও
দাম নেই হৃদয়ের গভীর ভালোবাসার,
দাম আছে শুধু…..
থাক কিছু কথা অনুচ্চারিত,
শব্দ অক্ষরে নাইবা বাঁধলাম তাকে,
সে বড়ো তীব্র বড়ো কঠিন উচ্চারণ!
তার চেয়ে এই বেশ,
নীরব ধিক্কার
এই ভুলে থাকা
এই এড়িয়ে চলা
সম্পর্কের জটিল সমীকরণে…