সাতে পাঁচে আজ কার্ত্তিক মণ্ডল

আরজি
তোরই গড়া মর্ত্য ভূমি
রক্তে লালে লাল
চর্তুদিকে দুখের আগুন
ফুটছে না সকাল?
মুন্ড গলে তুই কিগো ‘মা’
দেখবি দিবস ভর
অসুর নিধন কর গো ‘মা’
অসুর নিধন কর ।
ছদ্দবেশী জল্লাদেরা; মারছে
ছেলেগুলোকে তোর
বন্ধ চোখে থাকবি ক’দিন
খুলবি না আঁখি দোর।
দাঁড়িয়ে তুই থাকিস না আর
খড়্গ হাতে ধর
অসুর নিধন কর গো ‘মা’
অসুর নিধন কর ।
কাশ্মীরে দেখ্ সন্ত্রাসবাদী
ভেজায় রক্তে মাটি
শান্তি সবুজ বুকেতে তোর
গাড়ছে বারুদ ঘাঁটি ।
কাঁদছে স্ত্রী ,পুত্র কন্যা
জ্বলছে শ্মশান কবর
অসুর নিধন কর গো ‘ম’
অসুর নিধন কর ।