কবিতায় কেকা মল্লিক

যদি লালমাটির পথের ধারে ঘাস হই
যদি অজানা কোনো গন্তব্য শেষে ঘড়ুইয়ের ঝাঁক
পুকুরের শান্ত জলের ডুব বা কুবোপাখি ডাক
ভালোবাসবে সুজন?
শাপলার কাদায় পুঁতে যাই যদি
যদি হারিয়ে যাই বুনো মহিষের দলে
ঘাসে বা বাঁশের ঝারে জোনাকির রাতে মিশে গেলে বা
পথহারা শিশুদের কান্নার কলরোলে
খুঁজবে আমায়?
পাবো কি তোমার আস্কারা
শাসনে সোহাগে সবুজের ছোঁয়া
জীবনে শ্রমের পরিভাষা!