|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় কুশল মৈত্র

রিম ঝিম ঝিম বৃষ্টিতে…
গ্রীষ্মের প্রখর তাপদহে আকাশে খুঁজে পাই মেঘের চিত্রাঙ্কন
বিকেলের রিম ঝিম ঝিম বরষা খেলে যায়।
দিগন্ত থেকে দিগন্তে প্রাণের ধারা ঝরিয়ে।
ভেসে বেড়াই তুমি আর আমি একই ছাতার তলাতে।
সম্মুখিত মুখ দুখানিতে তৃষ্ণা মেটায় চাতকের বার্তাবহে;
উদাসীনতায় ফুটে ওঠে মনের কথা ইছামতীতে।
শালঘর কুঠিটি তখন নিমজ্জিত পদ্মার বুকে,
পারাপারে খেয়া ভাসাতে ব্যস্ত কৈশাের কাগুজে নৌকাতে।
স্রষ্টা ও সৃষ্টির মেলবন্ধন খেলে যায় পরস্পরের মুখাবয়বে
স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকি নির্জন গাছের তলায়।
রিম ঝিম ঝিম বৃষ্টিতে গা ভাসিয়ে আকাশ প্রান্তে তখন দেখা মেলে
মনের আড়ালে উড়ে বেড়ায় দুধ সাদা পায়রা দুখানি নীল আকাশে।