দিব্যি কাব্যিতে কৃতিকণা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অনধিকার
পায়ে পায়ে হেঁটে আসি একবুক জীবন।
ফিলিস্তিনি গাজা উপত্যকা
ছন্দের নিঃশ্বাসে মাখায় বারুদের গন্ধ।
বোরখার আবডাল খুলে বেআব্রু আমি—
ইসরায়েলি মরুপথ বেয়ে
মায়ার আঁচল মেলে বসে থাকি সারাদিন।
অতৃপ্ত রক্তাক্ত রসনায় মাখি খেজুরের স্বাদ।
আমারই স্বপ্ন ঘিরে
মৃত মানুষের নগরী বানায় জেরুসালেম!
জর্ডানের বুক চিরে শিস দেয় স্টারলিং।
বেনামী চিঠির মত গোপন আর্তি নিয়ে
গুমরায় লোহিত সাগর।
ক্রন্দনরত রাষ্ট্রনীতির সোমরসে—
পরিযায়ী প্রেমের রাতজাগা চেতনায়,
আমারই গর্ভ ফুঁড়ে মধু মাখে একফালি চাঁদ!