T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় কৌস্তুভ যোদ্দার

নগ্ন হৃদয়-৩
চিৎ হয়ে শুয়ে আমি আকাশ দেখি
দিগন্তে দাম্পত্য উড়ে যায়,
আমার মাথায় চাতক ঘোরে
এক ফোঁটা জলের প্রতিক্ষায়।
মেঘ কন্যা এলরাশি চুল এলাইয়া থাকে
কে যেন বিনি কেটে যায়,
আমিই কেবল বৃথা ধীবর, দিন কাটে
প্রতীক্ষার পর প্রতীক্ষায়।
নিরব কান্না অন্তর্যামী শোনেন না
প্রকৃতির কোলে খুঁজি আশ্রয়,
কংক্রিটে একটু সবুজ পেলাম না
পেলেও মন বসানো দায়।
প্রিয়সী আমায় ‘ছাপোষা বন্ধু’ ভাবে
আমি ভাবি ‘মেঘমালা প্রেমিকা’।
প্রেমিক হওয়ার স্বপ্ন বৃথা’ই তবে?
গরম লাভা বুক পুড়ে যায়,
আমি খুঁজি গণিকা।