কবিতায় কৌস্তভ যোদ্দার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কবি সৃজা ঘোষের ‘বছর চারেক পর’কবিতা অনুসরনে- ‘বেশ কিছু বছর পর’
দেখা হলো বেশ কিছু বছর পর
তুই এখন অন্য কারুর অন্য কেউ,
দেখলাম কপালে সিঁদুর , হাতে শাখা পরেছিস
হয়তো হয়েছিস অন্য কারুর বউ!
অজস্র ভিড়ের কোনে দেখতে পেলাম তোকে,
অল্প দূরে দাঁড়িয়ে পরলাম পুরনো সব স্মৃতি আগলাতে।
দেখলাম অনেক শান্ত হয়েছিস
চোখদুটো এখন সংসারী,
আগে তো ছিলি
সারাক্ষন ছটফটানি আর অহংকারী।
হ্যাঁ হ্যাঁ ,
আমার বেলায় যত বাহানা
‘ শাড়ি আমি পড়তেই পারিনা’,
নিজের মুখে তো স্বামীকে বললি শুনলাম
‘তোমার জন্য শাড়ি ভিন্ন অন্য কিছু পরবই না’।
আজও কী হিন্দি গান শুনিস ,
রবীন্দ্রসঙ্গীত শুনিস না ?
আজ বুঝি রাতে কেউ আর
ফোন করে একটুও বিরক্ত করে না।
এখন কবিতা লিখে
কেউ কী মন ভালো করে ?
মন খারাপ হলে মাথায় হাত বুলিয়ে
কেউ কী বুকে টেনে ধরে?
দেখা হল বেশ কিছু বছর পর
তুই এখন অন্য কারুর অন্য কেউ ,
দেখলাম কপালে সিঁদুর হাতের শাখা পড়েছিস হয়তো হয়েছিস অন্য কারুর বউ!
আজও কী ফোন নিয়ে
সারাক্ষণ মেতে থাকিস?
নাকি সংসারের চাপে
ফোনটাই বাদ দিয়েছিস?
না জানিয়ে চলে আসার স্বভাবটা
আজও কী আছে তোর ?
নাকি তার স্ত্রী বলে
তার’ই সব জোর?
সেও কী আমার মত
অমন ধৈর্য ধরে ?
সে বুঝি আমার চাইতে
অনেক ভালো আদর করে!
সেও কী তোর আবদারে কথা না বাড়িয়ে
দেয় চুল বেঁধে, নখে রং লাগিয়ে?
বাস্তবতা বলতে গেলেই তো বলতিস
‘তুই কোখনো মর্ডান হতে পারবি না’
তবে কেন প্রাচীনপন্থী ভদ্রতায় ফিরে এসেছিস ?
কেন মর্ডান হবি না!
তার ও কী মাথা টিপে দিতে দিতে
হাজারো প্রতিশ্রুতি দিস ?
সামান্য কিছু বললে আজও কী
মুখ ফিরিয়ে অভিমান করে থাকিস?
সেও কী আমার মত
কম কথা বলে ?
সেও কী ঘুমায়
মাথা রেখে তোর কোলে?
যৌবন লাবন্যটা আজ তোর মধ্যে আর নেই ,
দিন কাটছে হয়তো সাংসারিক চিন্তাতেই!
তোকে দেখে অনেক
সুখীই মনে হলো ,
নতুন মানুষ কী
আমার চাইতে ভালো?
দেখা হলো বেশ কিছু বছর পর,
কিন্তু, তুই আজও আমার কাছে বিশেষ কেউ
তুই আজও আমার …কাছে… আমার ……বউ।