কবিতায় কৃষ্ণা গুহ

কবিতায় এস কবিতা
ঢেউ ভাঙ্গা শব্দগুলো খুবলে খাচ্ছে কবিতার মাটি !!
উপবাসী কবিতারা ক্ষীণ হচ্ছে দিনে দিনে!!
কবির কলমে রঙিন হয় না কবিতা ,
প্রহর কাটে মৃত্যু যন্ত্রণায়।
সত্যিকারের কবিতা প্রেমি প্লাবিত হয় না কবিতায়!!
সময় ছিল কবিতার মহেন্দ্র যোগের, আজকাল শুধুই কালবেলা!!
নক্ষত্ররাও আঁচড় কাটেনা কবিতার নগ্ন শরীরে, কবিতার শরীর জুড়ে শুধুই অশ্লেষা আর মঘা।
কবিতা কথা বলে সন্ত্রাসের—
মুখ থুবড়ে পড়ে বারুদের স্তূপে!!
কবির কবিতাকে ছুঁতে না পারার কষ্ট তাই বুকের ভেতর তীব্র অভিমানে জ্বলে।