প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে কল্যাণ গঙ্গোপাধ্যায়

প্রেমযাপন
চোখের ওষুধ, হাতে ক্যাপসুল
সকাল, দুপুর, রাতে
নজর রেখেছে পাছে আমিটাকে
ঘিরে ধরে হতাশাতে
সময় এতটা জটিল হয়েছে
দুঃস্বপ্নের রাতে, জেগে বসে থাকি
প্রতিশ্রুতি, নখ দাঁত নিয়ে
যদি দুয়ারেতে আসে!