T3 || মলয় রায়চৌধুরী স্মরণে || লিখেছেন কৌস্তুভ দে সরকার

বাঘটা

ভুল সময়ে চলে গেল বাঘটা;
জংগলে শিকারির বারুদ ফাটার আগেই
ঢলে পরলো।
দোষারোপ করব কার কাছে?
এ হলো মৃতদের দুনিয়া–
সব মৃতবৎ অথবা মৃত;
তাই বাঘের মৃত্যু নিয়ে কেউ গলা ফাটালো না।
নিজেরটা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না!
বাঘটা বুঝতো,
তাই পদ চিহ্ন রেখে গেল আমাদের বুকে;
এখন নিজেরই বুকে
সেই বাঘ নখের আঁচড় হাতড়ে দেখি –
এখনো গৃহস্থ আমি
আর কীভীষণ মত্ত লোভ লালসায়…
দোষারোপ করব কার কাছে?
সেই একই ক্ষুন্নিবৃত্তি !
বজ্রপাতের শব্দ শোনার আগেই চলে গেল বাঘটা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

1 Response

  1. শান্তনু গঙ্গারিডি says:

    মলয়দাকে প্রণাম।
    বাঙালিদের অনেকেই এই বিরল প্রতিভাকে চিনতে পারল‌না।
    ভাল কবিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।