ক্যাফে কাব্যে কুহেলী দাশগুপ্ত

স্বদেশ
কর্মব্যস্ত জীবন ঘিরেছে
ভাবনার অবসর,
কতকাল ফিরে হয়নি দেখা
ফেলে আসা প্রান্তর।
আযানের সুরে ভোরের আলো
স্নিগ্ধ পরশ মেখে,
কাঁঠালের ডালে সংসার পাতা
কাক গুলি যায় ডেকে।
সে ছিল বড়ই মধুর স্মৃতি
মাটির মমতা ঘেরা,
সংসারী মন উদাস তবুও
কতকাল দেশ ছাড়া!
হৃদয়ে বইছে কর্ণফূলি
জোয়ার ভাটার প্রহর গুনি,
কত স্রোত বয়ে হারিয়ে গেল,
ঢেউ জাগে মনে শব্দ শুনি।
সোনার বাংলা ওকূলে জাগিছে
একূলে ঘর পাতা,
মন কেঁদে ওঠে তোমার স্মৃতিতে
তুমি মা, অনহিতা।
বেড়ে ওঠা দিনে মাটির মায়া,
শেকড়ের গভীরতা,
নিরব মনে বাসনা জাগে
প্রাণে ঝড়, আকুলতা।