দিব্যি কাব্যিতে কার্তিক ঢক্

মোমবাতির গলনাঙ্ক 

যখন কবিতা আসে না, তোমাকে লিখি-
আঁকি- পড়ার চেষ্টা করি
কাটাকুটি খেলা খেলি-
আঁকতে আঁকতে চলে যায়
নদী, বন পাহাড়
মাঠ-ঘাট-পথ আঁকি
রেল গাড়ি আঁকি-
রাতের প্লাটফর্ম আঁকি
তুলিতে মোমবাতি আঁকি-গলেযাওয়া মোম…
মেঘ আঁকি, ভরা দুপুর আঁকি-
গরু আঁকি-রাখালিয়া বাঁশিটির যন্ত্রণা-
উদাসী আকাশ আঁকি
তুমি বীণ বাজাও অন্তরাল সুরে-
আসলে, কিছুই আঁকা হয়ে উঠে না
না কবিতা না তোমাকে
শুধু মোমবাতি হয়ে গলনাঙ্কে দাঁড়িয়ে থাকি…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।