T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় কৌশিক চক্রবর্ত্তী

রক্তের দাবী
সেই অন্তর্ঘাতের দিনে বেছে বেছে রাত্রি কেনা মানা
যে যেমন উপহার সাজিয়ে দেবে, তাই হাত পেতে নেওয়া দস্তুর
ক্রমান্বয়ে বাছাই পর্বের শেষে
দেয়াল ভেঙে উদ্ধার করা হয়েছে বিকৃত দেহ
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পড়ে আছে ঘটনাবহুল অতীত…
অকালে নির্মীয়মান যোনীপথে যারা কুড়োতে গেছিল পবিত্র চারাগাছ
যখন ভেতর থেকে সাড়া দিল কেউ
অথবা কোন সঙ্ঘবদ্ধ শ্রেণী সংগ্রাম
নিজেদের ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়েছিল তারাও –
কিন্তু অসংযত বুলেট বিদ্ধ করেনি তাদের জন্মান্তরবাদ
তারা নির্লজ্জ জন্মের বিষ নিয়ে ঢাকতে চেয়েছিল গোপনীয়তা…
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাত চেনায় নিষেধাজ্ঞা-
অগণিত চোরাকারবারির ভিড়ে
তুমি কি বাঁচাতে পেরেছ স্বপ্নের সেই স্থলপদ্ম বীজ?
হয়ত পারোনি…
তাহলে সরকারী হাসপাতালের দরজায়
কোন সাহসে দাবী জানাচ্ছ উপযুক্ত রক্তের?