কবিতায় কাজল চক্রবর্তী

আপনিও কি
ডালের হৃদয় ভেঙে ঘুরছে যাতা,পাল্টিয়ে রঙ।
কিছুটা শব্দ একঘেয়ে বা রসালো ঢঙ্।
ঢঙে্র ঢেউয়ে উথালপাতাল-তবু মনোরম। আমরা সবাই কান দিয়ে তাই দেখছি শ্রীরাম।
মানুষ কাঁদে শুনছে না কেউ তুলোর কাপাস। ফাটছে হাওয়াই তবুও খুশি বাউলা বাতাস। প্রেরণা গেছে ছলনা দিয়ে চলছে শাসন,নাকি শোষণ।
এমন ধারাই হাওয়া মোরগ দিব্য আছে- আপনিও কি!