T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় কৌশিক চক্রবর্ত্তী

বৈশাখী প্রভাত
আমার শহর জানে পুরনো পরাগ গেছে ঝরে
ফুলের বিভেদ খুঁজে কেউ তাতে ভরে দিচ্ছে প্রাণ
সশস্ত্র গোলাপ ফের স্বনির্ভর হচ্ছে কোনোমতে
নতুন বছর এলে রাখব তার বিভিন্ন প্রমাণ।
ধার্য হোক রাত্রিমুখ, ধার্য হোক সাধ্যমতো দিন
শেষ ভাষ্যে লেখা থাক পুরনোর সমস্ত সখ্যতা
আবার নতুন সূর্য বাঁধা হোক বিপন্ন শরীরে
আলোপথ বেছে নিয়ে লেখা হচ্ছে নব্য হালখাতা।
যেটুকু পরাগ বাকি, সেই স্রোত দৃষ্টি চাইবে না
সব দৃশ্যপটে শুধু সূর্যতাপ আঁকা হচ্ছে ভিড়ে
ভোরের হাওয়ারা একা যতবার খুঁজবে সেই রীতি
আমিও পায়ের পাতা ভেজাব সে ভোরের শিশিরে।
নববর্ষ এলে কোনো ফুলের গোপন কথা ভেবে
নিজের বুকের থেকে ছিঁড়ে ফেলব সব অভিঘাত
এই আলো স্থায়ী হচ্ছে, ফিরছে সেই নিরাময় বিধি
রাতের হারানো কথা মনে রাখবে বৈশাখী প্রভাত।