কবিতায় কাকলি বসু

প্রকৃতির লীলা
প্রকৃতির খেলা কঠিন সে লীলা
বুঝিবে কে হায়!
আষাঢ়ের আকাশে সাদা মেঘ ভাসে
শারদ আকাশের ন্যায়।
অতি বর্ষনে আজি এক্ষনে
ভাসিছে উত্তরবঙ্গ
প্রবল দাব দাহে তাপ প্রবাহে
দহিছে দক্ষিণবঙ্গ
উত্তরে জলরাশি উঠিছে উচ্ছাসি
উদ্ধত বিদ্রোহ ভরে
হেথা দক্ষিণে সুর্য অগ্নিবানে
দহিছে বৃক্ষ, পশু, মানবেরে।
প্রকৃতি থাক তার মতো করি
করিও না তারে বিনাশ
রুষ্ট হলে সে তোমারে নাশিবে
হবে যে সর্বনাশ।