কবিতায় কালিদাস ভদ্র

গন্ধ
জাফরান রং বিকেলে
কাছে থাকো বা না থাকো
এই ব্যালকনি জানে
তোমার গায়ের গন্ধ লেগে আছে
দোল খাওয়া শূন্য দোলনায়
তানপুরা হৃদয়ে বাজছে বৃষ্টি বার বার
মেঘ জ্যোৎস্নায় পূর্ণিমা চাঁদ
দাঁড়িয়ে দূরে পান্থপাদপের নীচে
খুশিতে মশগুল শ্রাবণ
দোলনচাঁপার গন্ধ ওড়াচ্ছে দু’হাতে
ও বিকেল যেওনা
অনিবার্য আঁধারে আজ
হাওয়ায় হাওয়ায় আঁকো
বিরহের কারুকাজ
কাছে থাকো বা না থাকো
ব্যালকনিতে বাজছে তোমার নূপুর
আহা লকডাউন বোঝেনি
কেবল শরীর রেখেছে দূরে —