মার্গে অনন্য সম্মান কাকলি বিশ্বাস (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬৭
বিষয় – বুদ্ধিজীবী
দাম্ভিক বুদ্ধিজীবী
আমি বুদ্ধিজীবী, পৃথিবীর সকল বুদ্ধি আমার মাথায়
বুদ্ধি নিয়ে কারবার,লোকে তাই আমায় বুদ্ধিজীবী কয়,
বুদ্ধির পশরা বেচাতে আমি থাকি সর্বদা ব্যস্ত
বুদ্ধির চর্চা করতে করতে দিনের সূর্য যায় অস্ত।
বুদ্ধি আমার ভাবনা চিন্তা , বুদ্ধি আমার কর্মের দেশ
বুদ্ধি দেওয়া নেওয়া করে জীবন চলছে আমার বেশ।
বুদ্ধি বেচেই আমরা সংসার আর জীবন চালাই
একটু অসুবিধা দেখলেই পথ থেকে সরে দাঁড়াই ।
সমাজের কোন ঘটনা ঘটলে,আমি উঠি জেগে
সাবধান তো করতে পারতাম, বুদ্ধি দিয়ে আগে।
আমি বুদ্ধিজীবী , সমাজে সবাই তাই আমায় খাতির করে
কোন সমালোচনা হলে, ঢুকে পরি তার ভিতরে অতি সহজে।
কোন ঘটনা ঘটলে,আমি সামনে আসি,মিডিয়াকে অস্ত্র করে
চাইলে সমাধান করতে পারলেও,সরে আসি দ্রুত গা বাঁচিয়ে।
আমি বিবেকের ঘরে তালা দিয়ে,তাকিয়ে থাকি আসনে
বুদ্ধিজীবী আমি বিক্রি হই দেশের কাছে মোটা দরে।
আমার বুদ্ধিতে ,আমি জানি না হবে কি দেশের উপকার?
আমি বুদ্ধি জীবী , বুদ্ধিটা ই আমার একমাত্র রোজগার।
আমরা যদি চাই, পারি কলমের জোরে সমাজের পরিবর্তন
তবেই হবে আমাদের দেশের সঠিক উন্নতি অগ্রগতি বিবর্তন।