কবিতায় কালিদাস ভদ্র

ঘর
এ ঘর থেকে ও ঘরে
অনায়াসে আজ যাওয়া যায়
আসাও খুব সহজ
প্রযুক্তির এতে কোনো অবদান নেই
তবে অন্ধকারের বিশেষ কৃতিত্ব আছে
সিঁদকাঠি হাতে যারা
রাতকে শাসায়
সর্বশান্ত করে গৃহস্থের
তাদের প্রেরণা জ্যোৎস্নাভুক রাত্রি
অজেয় সেই অনুপ্রেরণা
ঘর বদলে বিন্যস্ত শিকড় হয়ে
দোল খাচ্ছে চারদিক
অন্ধকার বিছিয়ে রেখেছে মুখ
মুখ চিনি না
ঘর দেখি শুধু—