সাতে পাঁচে কবিতায় কার্ল ভৌমিক

দাবি
কবি, যদি আর কিছু না পাই
তোমার কাছে একটি কবিতা চাই
যেথায় আপোষের কোন গন্ধ নাই
মানদন্ড শুধু একটাই ……………..
অগ্নিলেহনে পুড়িয়া হইবে সব ছাই
বিভীষিকা আর অত্যাচারের গ্লানি,
বীভৎসতা যেন হালে না পেয়ে পানি
সম্মান নিয়ে না করে অযথা মানহানি।
জীবনের অক্ষমতা কাঁদিবে না কবি,
দুঃখহীন নিকেতনে উদিত প্রসন্ন রবি
জীবন-কন্টক-পথে নব আলোকরশ্মি
বাজাবে আবার নতুন সুরে মোহনবংশি,
সহস্র সাহসী বক্ষে তরঙ্গায়িত জলধারা
ভাঙিবে কুসংস্কারের অস্থি-মজ্জা-কারা,
স্বর্গ হইতে ছিনিয়া লইবে……………..
দীনতার অন্ধকারে আচ্ছন্ন ভদ্র সংসার
দেবকূলের অধিকার পারিজাতের সম্ভার।
মর্ত্যলোকে বিশ্বাসের এই প্রাণবন্ত ছবি
তোমারই নৈপুণ্যে এঁকে দাও কবি।