প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে কুমকুম বৈদ্য

তখন ইনফ্যাচুয়েশন

পর পর বেশ কদিন তোমার স্ট্যাটাস ইন একটিভ
কুশল সংবাদ , না এ.বি.পি আনন্দ দেখায় না সেসব
শীতের এক পশলা বৃষ্টির, মেঘের অপেক্ষা আমার চোখে ও সংক্রামিত
রাতের মুশল ধারা হয়ত উপড়ে নিয়েছে তোমার পাড়ার ইলেকট্রিকের খুঁটি
লোড্‌শেডিং টানা তিন দিন, ফোনটা ও বন্ধ হয়ে গেছে বোধ হয়
অনলাইনে আসতে হলে তো লাগে না প্রসাধন
চোখের কাজল আর লিপস্টিক কিন্তু বেশ মানায় তোমায়
আর সরস্বতী পূজোর শাড়ি তে ও বেশ – স্ট্যাটাস আপডেট
এখুনি সন্ধ্যা নামবে কলকাতায়
ভাবছি আর এক কোনো মায়াবী সন্ধ্যায়
ফেসবুকের পাতা থেকে তুমি আমি দুজন ই বেরিয়ে পড়ি
টিউশানি র টাকা জমিয়ে কিনে দেব একটা মোবাইল পাওয়ার ব্যাঙ্ক
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।