কবিতায় বলরুমে কেতকী বসু

হিসাবি মন
সুন্দরের দিকে তাকিয়ে প্রেমের কাব্য রচনা করলে
ভূমিকা আর উপসংহারের পার্থক্য বোঝা যায় না
একদিন রাত্রি যাপনের পর নিয়মের খাতা খুললে
সবটাই অস্পষ্ট আর অবাঞ্চিত মনে হয়
দূরের দৃষ্টি যাই থাক
কাব্যের ভূমিকা জটিল থেকে আরো জটিল হলে
আসল উদ্দেশ্য গুলো গৌণ হয়ে যায়
এমনি এক ভরা বর্ষায় চিন্হ রাখা ছিল কবিতায় প্রথম আর শেষের পাতায়
তারপর থেকে কত কথাই বলা হয়েছে
আমার জানা অজানা গল্পের স্মৃতিকথারা
ছুঁয়ে থেকেছে সময়ের দামে
আমি তখন এক রাশ জল মেখে
নতুন হয়েছি হিসাবের খাতায়।