মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৯
বিষয় – শিশির বিন্দু
হেমন্তে
কার্তিক আর অগ্রহায়ণ মাস বলে দিলো
প্রকৃতিতে এখন হেমন্তের আগমন,
শূন্য করে ফুলের বাগান
দোয়েল কোয়েল গাইছে না আর গান।
ভোরের বেলায় ধানের শীষে
শিশির ঝরে পড়ে,
ক্ষেত ভরা সোনার ফসল
চাষী গোলায় ভরে।
পুব আকাশে সূর্যি ছড়ায়
সোনা রোদের আলো,
নলেন গুড়ের গন্ধ পেয়ে
মন হয়ে যায় ভালো।
দীপালিকায় জ্বলবে আলো
সাজবে আলোয় ধরিত্রী,
ঘরে ঘরে বার্তা এলো
শুরু করে দাও প্রস্তুতি।
সন্ধ্যা প্রদীপ জ্বালার পরে
মলিন হয় কুয়াশাতে,
মুখটি হতে বাষ্প ছোটে
যখন ফোটে কথা ভোরবেলাতে।
কাঁঠালি চাপার মিষ্টি গন্ধে
মন হয়ে ওঠে মাতোয়ারা,
শঙ্খচিল লক্ষ্মীপেঁচা আজ আর নেই
তাদের যাবার ছিল বড্ড তাড়া।