জন্মদিনে শ্রদ্ধা

ঋতুপর্ণ ঘোষ
( আগস্ট ৩১,১৯৬৩ – মে ৩০,২০১৩)
৩১ আগস্ট চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। সেই দিন আজ।হ্যাঁ,আজই মনখারাপের মেঘে মেঘে দিস্তা দিস্তা কাগজে কোথাও লেখা হচ্ছে প্রিয় মানুষটির জন্মদিনের উৎসবের কথা, না কি তিতলি কোথাও উড়ে যাচ্ছে হীরের আংটি পরা বিষণ্ণতা নিয়ে। তাঁর স্বল্প দিনের জীবনে অসামান্য সৃজনের জন্য তিনি স্মরণে থাকবেন চিরদিন।
টেকটাচ টক টিমের শ্রদ্ধা 🙏