ক্যাফে কাব্যে জীবন সরখেল

মা
সুপ্ত স্বপ্নের বীজ পবিত্র হৃদয়ে পুঁতে
আনো প্রিয় সন্তানে ‘তুমি’ই পৃথিবীতে
নিজের চাওয়া পাওয়াকে তুচ্ছ করে হেলায়
কাঁধে নাও জাগতিক জীবনের সব দায়!
রাখতে কর্মজীবনের সাথে সংসারের ভারসাম্য
তুমিই চালাও রথ মেনে ধর্ম ও অধর্ম।
আজও মায়ের আঁচলেই যেন লুকোনো সব সমাধান সূত্র
তিনিই অপার নির্ভরতা সে সন্তান সুপুত্র হোক বা কুপুত্র !
পৃথিবীতে তাই আজও মায়ের কোনোই বিকল্প নাই
সকল মায়েদেরই কলমেতে আজ সশ্রদ্ধ প্রণাম জানাই।