T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন জীবন সরখেল

বসন্ত
রঙ দিয়ে সাজানো আর সেজে ওঠার ঋতু এসে পৌঁছেছে দুয়ারে
শরীরে ও মনে আজকাল তাই বেশ গাছ হয়ে উঠতে পারি ;
বর্ষা আসলেই যেমন ময়ূর হয়ে ওঠে মন।
স্পর্শকাতর চপলতায় নয় সুগভীর সমুদ্রের তলদেশে থাকা অমূল্য খনিজকে করায়ত্ত্বে উদগ্রীব হয়ে ওঠে জীবন!
বুভুক্ষু বসন্তে কামনাদীর্ণ শরীরি সম্ভাষণ
বারেবারে বাতাসে প্রক্ষিপ্ত সহযোজনের মিথষ্ক্রিয়ার ঢেঁকুর তোলে !