T3 || ঘুড়ি || সংখ্যায় জীবন সরখেল

ঘুড়ি
আজ মনটাকে যত পারি হাল্কা করি
বারেবারে কেবল ঘুড়ি হবার কথাই ভাবি;
লাল,নীল, সবুজ, হলুদ,বেগুনি আরও
রং-বাহারি নানা হাল্কা পল্কা দেহে
ইচ্ছে মতন আকাশ জুড়ে করবো ঘোরাঘুরি!
বিরাট নীল আকাশের কোল থেকে
বাধা ছাড়াই প্রিয়জনেদের দেখবো যত খুশী!
আমায় দেখে পাড়ার যত কচিকাঁচার দল
হুল্লোড়ে মুহূর্তে মাতবে সবাই এসে
ফুরোবে সবার যত মন খারাপের বেলা
ভোঁ কাট্টা হবেই সব দুঃখ কষ্টগুলো।