এমনও তো হতে পারে -তে জয়শ্রী রায় মৈত্র

“ডিমের খোলা দিয়ে তৈরী বর – বউ”
উপকরণ : দুটি ডিমের খোলা, দুটি ছোট শিশি, রঙিন কাগজ বা কাপড়, রঙিন চুমকি, কালো উল, আঠা ।
প্রস্তুত প্রণালী : ডিমের উপরের দিকে সাবধানে একটু ফুটো করে কুসুম ও ভিতরের সাদা অংশ বার করে নিতে হবে । সেটা ওমলেট বানিয়ে খেয়ে নেওয়া যেতে পারে । খোলার ভিতর ও বাহির ভালোভাবে পরিস্কার করে শুকিয়ে নিতে হবে । ছোট বোতলের মুখে ডিমের খোলা বসিয়ে একটু আঠা দিয়ে আটকে দিতে হবে । খোলার উপর চোখ মুখ নাক এঁকে মাথায় কালো উল দিয়ে পছন্দ মত চুল বানিয়ে নিতে হবে । পেপার রোল করে দুপাশে আঠা দিয়ে হাত বসিয়ে দিতে হবে ছবির মত । কাপড় বা কাগজ দিয়ে পছন্দ মত পোশাক ও চুমকি ও রঙিন কাগজ দিয়ে গহনা বানিয়ে পুতুল দুটোকে সাজিয়ে দিতে হবে ।