কবিতায় জয়ন্ত পাল

হায় বসন্ত
অবাঞ্ছিত জারজ সন্তানের মত
পলাশ গুলো মাটিতে পড়ে আছে
শিমুলেরা কানে কানে ভালোবাসার
ব্যর্থ গান শুনিয়ে যায়
গীতবিতান খোলা পড়ে আছে
বুকের পাশে
দূরে কোকিলের কুহু রবে
একঘেয়েমি ঐক্যতান
কারা যেন তারস্বরে বলে গেল
দেখো, বসন্ত জাগ্রত দ্বারে
আমার সাতাশ বছরের উপসী যৌবনে
বসন্ত ফিরে গেছে বারে বারে
আমার লেখা কবিতা গুলো আর
প্রেমের বার্তা বাহক নয়
জীবন হয়েছে কঠিন গদ্য মরুময়
অভিমানী মন আমার
গভীর রাতে একা পাশ ফিরে শোয়।