কবিতায় জয়ন্ত পাল

অপেক্ষায়

আকাশে মেঘ জমেছে
ঝিরিঝিরি বৃষ্টি নামার
প্রতীক্ষায়

বৃষ্টি ঝরে পড়বে
আমার শরীর জুড়ে
নদী হয়ে সর্পিল গতিতে
নেমে আসবে
আমার সমতল ভূমিতে

জানালার বাইরে মুখ ডুবিয়ে ভাবি
আমি কত একা এবং
অসম্পূর্ণ

তৃষাতুর হয়ে দেখি দূরে
কারা যেন চলেছে
জীবনের সন্ধানে

বাতাসে উড়ছে
সাদা খইয়ের আলপনা
সাথে ভেসে আসে
হরিধ্বনি

শান্ত নিরালা নদীকূলে
হয়তো এখনই জ্বলে উঠবে
চিতার আগুন

আমি বৃষ্টির জন্য অপেক্ষা করে আছি ___

Spread the love

You may also like...

error: Content is protected !!