প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

আমাদের দিনপঞ্জি
কথা ছিলো বৈসাবীতে গিয়ে
তুমিও আবির মাখবে
ঝর্ণার চঞ্চলতায়
এলিয়ে দেবে লাস্যময়তা
বেলাশেষে আলোছায়ায় অভিসারে ডাকবে আমাকে;
অথচ এখন রোজ সন্ধ্যায় অভিজাত রেস্তোরাঁয়
বসো তোমাকে ছিনিয়ে নেয়া মানুষটার মুখোমুখি,
হাসো
ভাসো
ভাসাও তোমার চিরচঞ্চল
কায়াখেয়া
প্রণয় সরোবরে।
আমিও রোজ সন্ধ্যায়
নিয়ম করে যাই পানশালায়;
প্রতিটি চুমুকে বৈসাবীর উদ্বেলতা খুঁজি
গুলাম আলীর দরাজ গজলে ডুবি আকণ্ঠ –
অথচ কথা নিয়েছিলে
কলেজ ফেরার ক্লান্তি ঝেড়ে
ইমন ঠাঁটের সরগম সেঁধে সেঁধে
সব সুর বিনুনিতে বেঁধে মাতাল হবো ঝুলবারান্দায়।