প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

যুগযন্ত্রণা
সত্য বলতে সাহস লাগতো এখন লাগে দুঃসাহস,
বসনভূষণ দুঃশাসকের মিথ্যে এবং মিথ্যাচার।
তথ্য দিতে তত্ত্ব লাগতো এখন লাগে চামচামি –
ভণ্ড চাটে ভণ্ডের পোঁদ চলছে পদের বাণিজ্য।
এই শতকের এমন রীতি মিথ্যে বলে বুক ফোলায়
চোর ছেঁচ্চড় টোকাই আবাল এই সমাজের গুরুষ্পদ।
তথ্যে মিথ্যা তত্ত্বে ভেজাল আছে শুধু চোপার জোর
সবখানেতেই দস্যুমাতা দস্যুতার -ই দিচ্ছে পাঠ।
মিথ্যাদেবী খড়গহাতে ছন্দতানও নিলো কেড়ে
ক্ষ্যাপার মতোই কবিরাও যাচ্ছে বকে অনর্গল।