সাতে পাঁচে কবিতায় ঝুমা মজুমদার চৌধুরী

পাঞ্চজন্য

ওগো জীবন, থেমে গেছে গান
শ্যামকণ্ঠ পাখি , কে যাও এই পথে
অন্ধকার বেয়ে অতীন্দ্রিয় রক্তধারায়
কী খুঁজে চলো চোরাস্রোত মোহনদিকে
তুমি বিধাতা পুরুষ? হিম স্রোতে আলো জ্বালে
মেরুদন্ড, চারিদিকে ছায়া ক্লান্তি সপ্তর্ষি
নক্ষত্র এখনও অন্ধ ! ওগো জীবন
ঈশ্বর এসেছে মৃত্যুর ছদ্মবেশে প্রস্তুত হও ,
ফিরে বাজছে আবার পাঞ্চজন্য l

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।